ঢাকা, শনিবার ০২ নভেম্বর ২০২৪, ০৭:৪০ পূর্বাহ্ন
চট্টগ্রামে কমেছে মৃত্যু, বেড়েছে শনাক্ত
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ৮৭৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া রোগীদের পাঁচজন শহরের, অপর পাঁচজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সোমবার চট্টগ্রামে দুই হাজার ৩৭১ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৫০৭ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্ত ছিল ২১ শতাংশ। এদিন চট্টগ্রামে করোনায় ১৩ ব্যক্তির মৃত্যু হয়।

এতে দেখা যায়, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর সংখ্যা কমেছে। তবে বেড়েছে শনাক্তের হার।

সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৯১ হাজার ৯০৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট এক হাজার ৮২ জন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৯৭ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৬২৬ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ২৫৩ জন। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্ত ২৯ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published.