বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে।
করোনা শনাক্ত হয়ে ১০ ও উপসর্গ নিয়ে সাতজন মারা গেছেন। এদের মধ্যে সাতজন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।
এ নিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা ৫৬৩ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৬৬৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে বরিশালে শনাক্তের সংখ্যা ৩০৫, পটুয়াখালীতে ৯১, ভোলায় ৯২, পিরোজপুরে ৯৯, বরগুনায় ৫৮ ও ঝালকাঠিতে ২৪ জন।
বরিশাল বিভাগে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৩৯ হাজার ৩৫৩ জন।
এদিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৩০০ শয্যার করোনা ইউনিটে মঙ্গলবার সকাল পর্যন্ত ২১৫ জন ভর্তি। যার মধ্যে ৬৯ জনের করোনা পজিটিভ। গত ২৪ ঘণ্টায় এ ইউনিটে ২৯ নতুন রোগী ভর্তি হয়েছেন।