ঢাকা, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ০৩:৩৪ অপরাহ্ন
খুলনা বিভাগে বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ২৫ জনের মৃত্যু হয়েছে; একই সময়ে নতুন করে ৭৫৭ জনের দেহে করোনা শনাক্ত মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ আটজনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। বাকিদের মধ্যে খুলনা ও ঝিনাইদহে পাঁচজন করে, যশোর, নড়াইল ও চুয়াডাঙ্গায় দুজন করে এবং মেহেরপুরে একজনের মৃত্যু হয়েছে।

এর আগে সোমবার বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ২৪ জনের মৃত্যু হয়; একই সময়ে ৯১১ জনের দেহে করোনা শনাক্ত হয়।

এতে দেখা যায়, খুলনা বিভাগে বেড়েছে মৃত্যু, তবে কমেছে শনাক্তের হার।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করে।

করোনা সংক্রমণের শুরু থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন এক লাখ এক হাজার ১৬২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ৭০৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮০ হাজার ৯৩৪ জন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।

Leave a Reply

Your email address will not be published.

x