ঢাকা, মঙ্গলবার ২১ মার্চ ২০২৩, ০৫:১৯ অপরাহ্ন
কুমিল্লায় করোনায় আরও ১১ জনের মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ৪৬২ জন। মঙ্গলবার (১০ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জন অফিস এই তথ্য নিশ্চিত করেছেন।

মৃতদের মধ্যে দাউদকান্দি ৪ জন, কুমিল্লা সিটি করপোরেশন, চৌদ্দগ্রাম ও মুরাদনগরে ২ জন করে এবং আদর্শ সদর উপজেলায় ১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮১৮ জনে।

জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় এক হাজার ৭১০ জনের নমুনা পরীক্ষায় ৪৬২ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৪ হাজার ৭০২ জনে। আক্রান্তের হার ২৭ শতাংশ।

নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ১১৯ জন, আদর্শ সদরের ১৬ জন, সদর দক্ষিণের ১৪ জন, বুড়িচংয়ের ১২ জন, ব্রাহ্মণপাড়ার ১৩ জন, চান্দিনার ১০জন, চৌদ্দগ্রামের ২৪ জন, দেবীদ্বারের ১৪ জন, দাউদকান্দির ছয়জন, লাকসামের ৬১ জন, লালমাইয়ের আটজন, নাঙ্গলকোটের ৩৪ জন, বরুড়ার ৭৭ জন, মনোহরগঞ্জের ১৬, মুরাদনগরের ৫ জন, মেঘনার ১৪ জন, তিতাসের ১ জন এবং হোমনায় ১৮ জন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.

x