চলমান করোনা প্রেক্ষাপট, করোনা সংক্রামন প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আরডিআরএস বাংলাদেশ বিরামপুর শাখার উদ্যোগে পুনঃব্যবহার যোগ্য এক হাজার মাস্ক হস্তান্তর করেন ইউএনও পরিমল কুমার সরকারকে।
সোমবার (৯ জুলাই) বেলা ১১টায় আরডিআরএস বাংলাদেশ বিরামপুর শাখার উদ্যোগে পুনঃব্যবহার যোগ্য এক হাজার মাস্ক হস্তান্তর করেন দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকারের মহােদয় কাছে। এ সময় উপস্থিত ছিলেন এলাকা ব্যবস্থাপক মোঃ সেকেন্দার আলী, শাখা ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মাসুদ, হিসাব রক্ষক মোঃ হাছিনুর রহমানসহ প্রমুখ।