ঢাকা, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ০২:৫৫ অপরাহ্ন
নোয়াখালীতে একদিনে আরও ২৯২ করোনা রোগী শনাক্ত, মৃত্যু ১
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

নোয়াখালীতে গত কয়েক দিনে করোনা আক্রান্তের হার ঊর্ধ্বগতি। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩৩ দশমিক ৯৫ শতাংশ। এদিনে ৮৬০ জনের নমুনা পরীক্ষা করে ২৯২ জনের শরীরেই মিলেছে করোনা।

সোমবার সকালে জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এ পর্যন্ত জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৬২১ জন। মোট আক্রান্তের হার ১৪ দশমিক ৮০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। জেলায় এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০৪ জনে। এর মধ্যে সদর উপজেলায় মারা যান ৩৬ জন, সুবর্ণচরে ৬, হাতিয়ায় ৩, বেগমগঞ্জে ৬৩, সোনাইমুড়ীতে ১৬, চাটখিলে ২৬, সেনবাগে ২৭, কোম্পানীগঞ্জে ৪ এবং কবিরহাটে রয়েছে ২৩ জন। এ নিয়ে মৃত্যুর হার দাঁড়ায় এক দশমিক ১৫ শতাংশ।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় রয়েছে ৭৮ জন, সুবর্ণচরে ৯, হাতিয়ায় ৩, বেগমগঞ্জে ৫১, সোনাইমুড়ীতে ৫৫, চাটখিলে ২৯, সেনবাগে ১৭, কোম্পানীগঞ্জে ৩৩ এবং কবিরহাটে ১৭ জন।

এ ছাড়া সুস্থ হয়েছেন ১১ হাজার ৭২৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৬ দশমিক ৫৪ শতাংশ।

এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা পাঁচ হাজার ৬৯২ জন। কোভিড ডেডিকেটেড শহীদ ভুলু স্টেডিয়াম হাসপাতালে ভর্তি রয়েছেন ৯৫ জন।

Leave a Reply

Your email address will not be published.

x