ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৪:০৫ পূর্বাহ্ন
মহাদেবপুরে নয়া এসিল্যান্ডের যোগদান
আমিনুর রহমান খোকন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে ৩৬তম বিসিএস ক্যাডার রফিকুল ইসলাম রবিন নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন। রোববার (৮ জুলাই) তিনি মহাদেবপুর উপজেলা প্রশাসনে যোগদান করলে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

রফিকুল ইসলাম জানান, তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করার পর ৩৬তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন। ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর তাঁকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয় এবং ৯ সেপ্টেম্বর নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) হিসেবে যোগদান করেন।

উল্লেখ্য, মহাদেবপুরের আগের সহকারী কমিশনার (ভূমি) আসমা খাতুন গত ২৮ জুলাই পদোন্নতি পেয়ে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে রেভিনিউ ডেপুটি কালেক্টরেট (আরডিসি) হিসেবে যোগদান করেন। সেই থেকে এই পদটি খালি ছিল। স্থানীয়রা জানান, আগের এসি ল্যান্ড লকডাউন চলাকালে প্রতিদিন উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করতেন। ফলে এলাকায় কঠোর লকডাউন পালিত হতো। তাঁর বদলীর পর থেকে মহাদেবপুরে লকডাউন বলে আর কিছু নেই। সবকিছু চলছে স্বাভাবিকভাবে। সব ধরনের দোকান, হাট বাজার, পশুহাট, যান চলাচল, মাস্কছাড়াই চলাচল প্রভৃতি চলছে। এগুলো দেখার যেন কেউ নেই।

নয়া এসি ল্যান্ড রফিকুল ইসলাম জানান, তিনি এলাকার মানুষের উন্নয়নে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী যাবতীয় কাজ করে যাবেন।

x