ঢাকা, রবিবার ০৩ নভেম্বর ২০২৪, ০৭:৩৯ অপরাহ্ন
ওয়ার্ড পর্যায়ে করোনা টিকাদান কার্যক্রম পরিদর্শনে মসিক মেয়র
তাপস কর,ময়মনসিংহ প্রতিনিধি।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু আজ সিটির বিভিন্ন ওয়ার্ডের করোনা ভাইরাস টিকাদান কার্যক্রম পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে মেয়র টিকাদানের লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরগণকে আরো উদ্যোগী হওয়ার আহবান জানান। এজন্য প্রচার প্রচারণা বৃদ্ধি এবং প্রয়োজনে দুয়ারের দুয়ারে করোনা টিকার বার্তা পোঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
মেয়র বলেন, করোনা থেকে নাগরিকবৃন্দকে সুরক্ষিত করতে টিকার কোন বিকল্প নেই। যেকোন মূল্যে সর্বাধিক সংখ্যক নাগরিককে টিকার আওতায় আনতে হবে এবং উৎসাহ প্রদানের মাধ্যমে জনগণের অংশগ্রহণকে নিশ্চিত করে চলমান ওয়ার্ড পর্যায়ের করোনা টিকাদান কার্যক্রমকে সফল করতে হবে।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, মেডিকেল অফিসার ডাঃ রেদাউর রহমান খান এবং ডাঃ তাসমিয়া জান্নাত, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ ফাহমিদা ইসলাম লিমা প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.