ঢাকা, শুক্রবার ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন
করোনাভাইরাসের ভ্যাকসিন বৈষম্যের তীব্র সমালোচনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার
Reporter Name

করোনাভাইরাসের ভ্যাকসিন কর্মসূচিতে বিশ্বব্যাপী যে জঘন্য ও ভয়াবহ বৈষম্য চলছে, তার তীব্র সমালোচনা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রস অ্যাধানম গ্যাব্রিয়েসুস।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন: বিশ্বের উচ্চ আয়ের দেশে গড়ে চার জনের একজন ভ্যাকসিন পেলেও স্বল্প আয়ের দেশগুলোতে পেয়েছে ৫০০ জনে মাত্র একজন। এই বৈষম্য জঘন্য ভারসাম্যহীনতা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভাক্স কর্মসূচির মাধ্যমে মার্চের শেষ দিকে সারাবিশ্বে ১০০ মিলিয়ন ডোজ ভ্যাকিসন বিতরণ করার আশা ছিল। কিন্তু এখন পর্যন্ত সরবরাহ করা গেছে মাত্র ৩৮ মিলিয়ন।

তবে তিনি আশা করেন, এপ্রিল-মে মাসে এ প্রকল্প আরও বেশি সুগঠিত ও কার্যকর হবে।।

ভ্যাকসিন বিতরণে এই বৈষম্য দূরিকরণে তিনি ধনী দেশগুলোকে আহ্বান জানিয়েছেন।

টেড্রস অ্যাধানম বলেন: কোভ্যাক্স এক বছরের কম সময়ের মধ্যে ১৯০টি দেশে দুই বিলিয়ন ডোজ ভ্যাকসিন সরবরাহের লক্ষ্য নিয়েছে। ধনী দেশগুলোর পাশাপদশি গরীব দেশগুলেতেও সমানভাবে ভ্যাকসিন সরবরাহে জোর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

x