ঢাকা, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ন
কৃষি খাতের উন্নয়নে যা করা যায়
জুবের আহমদ

কৃষি মানুষের খাদ্য ও পুষ্টি প্রদানের উপকরণ। দেশের অর্থনীতি বহুলাংশে কৃষির ওপর নির্ভরশীল। বিবিএস প্রতিবেদন-২০২০ অনুযায়ী দেশের শ্রমশক্তির ৪০.৬ শতাংশ কৃষির ওপর নির্ভরশীল। দেশের জিডিপিতে কৃষির অবদান ১৩.৩১ শতাংশ। কৃষির উন্নতি মানে দেশের উন্নতি। কৃষি আমাদের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি।

বর্তমানে কৃষিজমির পরিমাণ কমে যাচ্ছে, জনসংখ্যা বাড়ছে, সে জন্য কৃষির উন্নয়নে বিশেষ পদক্ষেপ নেওয়া জরুরি। কৃষির উন্নয়নে নতুন পদ্ধতি আবিষ্কার, গুণগত মানসম্পন্ন ফসলের বীজ উৎপাদন, সারের মূল্য হ্রাস, সুষম সার প্রয়োগ করার সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়া দরকার। বেসরকারি কোম্পানিদের বিশেষ সুযোগ দিয়ে বেসরকারি খাতে দেশে মানসম্পন্ন সবজি বীজ উৎপাদন করে বীজের জোগান বৃদ্ধির উদ্যোগ নেওয়া প্রয়োজন।

বেসরকারি অলাভজনক উন্নয়ন সংস্থার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ আরও গতিশীল করা দরকার। এ ছাড়া এনজিওর মাধ্যমে অঞ্চলভিত্তিক সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে এলাকা উপযোগী ফসলের জাত উন্নয়ন, সম্ভাবনাময় কৃষি প্রযুক্তি সম্প্রসারণ, সেচ অবকাঠামো নির্মাণের দ্বারা সেচের আওতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি মৎস্য গবেষণার মাধ্যমে দেশে মাছের নতুন জাত উদ্ভাবন, এসব জাতের পোনা ব্যবহার করে মাছের উৎপাদন বৃদ্ধি করা যাবে।

তা ছাড়া বেসরকারি উন্নয়ন সংস্থার মাধ্যমে গবাদিপশু এবং হাঁস-মুরগি পালনের নতুন পদ্ধতি আবিষ্কার করে দক্ষতা বৃদ্ধির জন্য জনগণকে প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার। বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ে উৎপাদিত কৃষি উন্নয়নের নতুন নতুন পদ্ধতি সারা দেশে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে কৃষির উন্নয়ন করা সম্ভব। পতিত জমি কাজে লাগানো, এক জমিতে বছরে চার ফসল উৎপাদনের উদ্যোগ নিতে পারলে কৃষিবিপ্লব হবে।

ক্রমহ্রাসমান কৃষিজমি, জনসংখ্যা বৃদ্ধি , জলবায়ু পরিবর্তন, খরা, বন্যা, লবণাক্ততা, পোকামাকড়, পশু ও ফসলের রোগ ইত্যাদি গুরুত্ব দিয়ে কৃষির উন্নয়নের উদ্যোগ নিতে হবে। আশা করি আধুনিক কৃষি ব্যবস্থা প্রচলনের মাধ্যমে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, সমৃদ্ধ ও উন্নত হবে বাংলাদেশ।

লেখক,
শিক্ষানবিশ আইনজীবী, সিলেট।

[email protected]

7 responses to “কৃষি খাতের উন্নয়নে যা করা যায়”

  1. An interesting discussion is worth comment. I believe that you ought to publish more about
    this issue, it may not be a taboo subject but usually people do not talk about these
    topics. To the next! Many thanks!!

  2. My coder is trying to persuade me to move to .net from PHP.
    I have always disliked the idea because of the expenses.
    But he’s tryiong none the less. I’ve been using Movable-type on numerous websites for about a
    year and am nervous about switching to another platform.
    I have heard great things about blogengine.net. Is there a way I can import all my wordpress posts into it?
    Any kind of help would be really appreciated!

  3. Hi there would you mind letting me know which hosting company you’re using?
    I’ve loaded your blog in 3 completely different browsers and I must say this blog
    loads a lot quicker then most. Can you recommend a good internet hosting provider at
    a reasonable price? Kudos, I appreciate it!

  4. Hi! This is kind of off topic but I need
    some advice from an established blog. Is it hard to set up your own blog?
    I’m not very techincal but I can figure things out pretty
    fast. I’m thinking about making my own but I’m not sure where to
    begin. Do you have any ideas or suggestions? Appreciate it

  5. Because the admin of this site is working, no hesitation very
    soon it will be famous, due to its quality contents.

  6. It’s not my first time to pay a visit this web page, i am visiting this site dailly and
    obtain nice data from here daily.

  7. Greetings! Very useful advice within this post! It’s the little changes that make the most significant changes.
    Many thanks for sharing!

Leave a Reply

Your email address will not be published.

x