ঢাকা, মঙ্গলবার ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন
দেশে করোনাভাইরাসে মৃত্যু কমলেও স্বস্তির কিছু নেই
Reporter Name

দেশে করোনাভাইরাসে মৃত্যু কমে এসেছে বলে স্বস্তির কোনো কারণ নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, টানা দুই সপ্তাহ শনাক্তের হার ১০’র নিচে থাকলে বলা যাবে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আছে। কিন্তু আমাদের বাস্তবতা তা বলে না।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কঠিন সময়টা পার করে নতুন সংক্রমণের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও কমে আসতে শুরু করেছে। ২১ দিন পর দেশে এক দিনে ষাট জনের কম মৃত্যুর খবর দিয়েছে সরকার।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত এক দিনে আরও ৫৭ জনের মৃত্যু হয়েছে; সংক্রমণ ধরা পড়েছে আরও ২ হাজার ১৭৭ জনের মধ্যে। সর্বশেষ এরচেয়ে কম মৃত্যুর খবর এসেছিল গত ৫ এপ্রিল। সেদিন ৫২ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর গত ২৫ দিনে কখনো তা ষাটের নিচে নামেনি।

এপ্রিলের তৃতীয় সপ্তাহে টানা চার দিন মৃত্যুর সংখ্যা ছিল ১০০’র ওপরে। সেসময় ১৯ এপ্রিল দেশে রেকর্ড ১১২ জনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। কোনো দেশে সংক্রমণ নিয়ন্ত্রণে আছে কি না, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঠিক করা কিছু নির্দেশক থেকে বোঝা যায়। তার একটি হলো রোগী শনাক্তের হার। টানা দুই সপ্তাহের বেশি রোগী শনাক্তের হার ১০ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরা যায়।

এ বছর ফেব্রুয়ারির শুরু থেকে শেষ পর্যন্ত শনাক্তের হার ৩ শতাংশের নিচে ছিল। দুই মাস পর গত ১০ মার্চ দৈনিক শনাক্ত আবার হাজার ছাড়ায়। এরপর দৈনিক শনাক্ত বাড়ছেই। শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫৭ জনের মৃত্যু হওয়ায় দেশে করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা ১১ হাজার ৪৫০ জনে পৌঁছেছে। আর নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ৫৯ হাজার ১৩২ জন হয়েছে। সরকারি হিসাবে আক্রান্তদের মধ্যে আরও ৪ হাজার ৩২৫ জন গত এক দিনে সেরে উঠেছেন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৬ লাখ ৮১ হাজার ৪২৬ জন।

মৃত্যুর হার কমলেও শনাক্তের হার কমেনি। ফলে আমরা করোনা নিয়ন্ত্রণ করতে পেরেছি এটা বলার সময় আসেনি এখনও। সরকারি বিধিনিষেধ জারি রেখে নিজেদের আরও সতর্ক হওয়ার কোনো বিকল্প নেই। এই মুহূর্তে দেশে গণপরিবহনের মালিকরা গাড়ি চলাচল করার অনুমতি চেয়ে বিক্ষোভ করছেন। সরকারের উচিত কঠোর হাতে এদের দমন করা। নতুবা প্রতিটি সেক্টরই এইসব আবদার করতে থাকবে এবং একসময় আমাদের প্রতিবেশির চেয়ে করুণ পরিণতির দিকে এগিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এজন্য সরকারের উচিত বিধিনিষেধে আরও কঠোরতা আরোপ করা। নতুবা এমন হাস্যকর উল্লাসে মেতে ওঠা ঠেকানো যাবে না।

x