ঢাকা, বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৩ অপরাহ্ন
কটিয়াদীতে কোভিড-১৯ গণটিকা কার্যক্রম উদ্বোধন
মিয়া মোহাম্মদ ছিদ্দিক,কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ

সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার নয়টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১ং ওয়ার্ডে থেকে কোভিড-১৯ গণটিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার আচমিতা জর্জ ইন্সষ্টিটিউট কেন্দ্রে গণটিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শমামীম আলম।এ সময় করোনা থেকে সুরক্ষা পেতে সকল নাগরিকদের টিকা গ্রহণ করার আহ্বান জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার (৭ আগস্ট) উপজেলার নয়টি ইউনিয়ন ও ১টি পৌরসভার কেন্দ্রের প্রত্যেকটিতে ২০০ করে ইউনিয়নের প্রত্যেকটিতে ৬০০ করে ১৮০০ জনকে টিকা প্রদান করা হবে। এই কার্যক্রম চলবে বিকাল ৩টা পর্যন্ত।
করোনা ভ্যাকসিন কার্যক্রম পরিদর্শনকালে উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশতাকুর রহমান,উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ^র পাল,কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি বাবু সমীর চন্দ্র দাদা,সাধারণ সম্পাদক,উম্মে কুলসুম স্মৃতি আাপা,কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু,বিশিষ্ঠ আওয়ামীলীগ নেতা মঈনুজ্জামান অপুসহ কটিয়াদী উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সার্বিক দায়িত্বে ছিলেন আচমিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান বাচ্চু।

 

 

Leave a Reply

Your email address will not be published.

x