সারা দেশের ন্যায় দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় করোনার (কোভিড-১৯) গণটিকার উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক।
শনিবার (৭ আগস্ট) সকালে বিরামপুর পৌরসভার উদ্যোগে বিরামপুর সরকারি কলেজ মাঠে পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আক্কাস আলীর সভাপতিত্বে করোনার গণটিকা উদ্বুদ্ধ করণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য এমপি মোঃ শিবলী সাদিক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্যামল কুমার রায়, অধ্যক্ষ মোঃ ফরহাদ হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার একেএম ওয়াহেদুন্নবী, অফিসার ইনচার্জ (ওসিতদন্ত) মতিয়ার রহমান, মহিলা কলেজের উপাধ্যক্ষ মেজবাউল হক প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় মেজবাউল ইসলাম মেজবা, উম্মে কুলসুম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুন্ডু, উপজেলা নির্বাচন কর্মকর্তা আতাউল হক, প্রকল্প কর্মকর্তা কাওসার আলী, সমাজ সেবা কর্মকর্তা রাজুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাড়ু গোপাল কুন্ডু, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলজার হোসেন, বিরামপুর প্রেসক্লাবে সভাপতি শাহিনুর ইসলাম শাহিন, সাকেব সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ মশিহুর রহমান, সাংবাদিক মিজানুর রহমান মিজান, রায়হান কবির চপল, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক খায়রু আলম মুকুট, পৌর কাউন্সিলরবৃন্দ, স্থানীয় আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃ-কর্মীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন, করোনা (কোভিড-১৯) এর গণটিকা উপজেলার ৭টি ইউনিয়নের ৭টি কেন্দ্র ও পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্র প্রদান করা হবে।
গণটিকার উদ্বোধন শেষে প্রধান অতিথি এমপি মোঃ শিবলী সাদিক বিরামপুর উপজেলা পরিষদ চত্ত¡রে উপজেলার ৭টি ইউনিয়নের কর্মহীন ৪২জন ইলেকট্রিশিয়ানকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা প্রদান করেন।
Leave a Reply