আলোচিত চিত্রনায়িকা পরীমনির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তা এডিসি গোলাম সাকলায়েনকে ডিবির সব কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
শনিবার (৭ আগস্ট) দুপুরে ডিএমপির মিডিয়া উইং থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদে পরীমনি জানিয়েছেন, নিয়মিত কথা হত গোলাম সাকলায়েনের সঙ্গে। তারা নিয়মিত গাড়ি নিয়ে ঘুরতে যেতেন। এমনকি সাকলায়েন তার বাসায় নিয়মিত যাতায়াত করতেন।
জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সর্বশেষ গত ১ আগস্ট তার সরকারি বাসভবন রাজারবাগের মধুমতির ফ্ল্যাটে যান পরীমনি। সেখানে প্রায় ১৮ ঘণ্টা অবস্থান করেন।
পরীমনি-সাকলায়েনকে নিয়ে একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাজারবাগ পুলিশ অফিসার্স কলোনির মধুমতি ভবনের গেটের সামনে ১ আগস্ট সকাল ৮ টা ১৫ মিনিটে একটি সাদা গাড়ি এসে থামে। লাল রংয়ের টি-শার্ট পরিহিত একজন প্রথমে নামেন। এরপর কোলে একটি কুকুরসহ সাদা রংয়ের জামা পরে নামেন পরীমনি।
এ ব্যাপারে সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. ওমর ফারুক বলেন, ‘ডিবি কর্মকর্তা গোলাম সাকলায়েন শিথিলের অনৈতিক সম্পর্কের বিষয়টি খতিয়ে দেখছে সিআইডি।’
Leave a Reply