ঢাকা, শনিবার ২৫ জানুয়ারী ২০২৫, ০৬:১৫ পূর্বাহ্ন
মিরাকল সাকিব!
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে সাকিব আল হাসানের গত দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের ব্যাটিং, বোলিং, আউটের সময় কিংবা স্ট্রাইক রেট দেখলে আপনাকে চমকে যেতেই হবে। এমন কী দুই ম্যাচে ছিল না কোনও ওভার বাউন্ডারি। ছিল চারটি করে বাউন্ডারি।

দুই ম্যাচেই করেছেন সমান রান। এমন কী সমান রান আবার সমান বলে! দুই ম্যাচের স্ট্রাইক রেটও ছিল সমান। আউটও হয়েছেন একই ওভারের।

এ তো গেল ব্যাটিংয়ের কথা। বল হাতেও সাকিব পেয়েছেন দুই ম্যাচে একটি করে উইকেট। সমান রানও দিয়েছেন দুই ম্যাচে।

মিলিয়ে নিন অস্ট্রেলিয়ার বিপক্ষে সাকিবের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের পারফরম্যান্স।

দ্বিতীয় ম্যাচ

তৃতীয় ম্যাচ

রান

২৬ রান

২৬ রান

বল খেলেছেন

১৭টি

১৭টি

বাউন্ডারি

৪টি চার

৪টি চার

স্ট্রাইক রেট

১৫২.৯৪

১৫২.৯৪

আউটের সময়

৯ম ওভারে (১)

৯ম ওভারে (৩)

উইকেট

১টি

১টি

রান দেন

২২ রান

২২ রান

x