জাতীয় শোক দিবস উপলক্ষে হাজার বছরের শ্রেষ্ঠ বঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরনে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ ও বরগুনা জেলা ছাত্রলীগের নির্দেশে আমতলী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে পৌর মেয়র মো. মতিয়ার রহমানের সার্বিক সহোযোগিতায় আমতলী উপজেলা ছাত্রলীগ বর্তমান করোনা ভাইরাসের এই ভয়াবহ পরিস্থিতিতে নানাবিধ সামাজিক কার্যক্রম পরিচালনা করছে।
তার ধারাবাহিকতায় করোনা রোগীদের বিনামূল্যে পরিবহন সেবা, অক্সিজেন সেবা ও মৃত ব্যাক্তি দের দাফন কাফন ও সৎকারের জন্য ইসফাক আহাম্মেদ ত্বোহা ও রাহাত মৃধার নেতৃত্বে একটি ইউনিট চালু করে এই ইউনিটের কার্যক্রমের উদ্ভোধনী অনুষ্ঠান ও ভলান্টিয়ারদের সুরক্ষা সামগ্রী বিতরন অনুষ্ঠান পালিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – আমতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগ এর সভাপতি মো. মজিবর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – পৌরসভার ৪ নং ওর্য়াড কাউন্সিলর ও পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি জনাব রিয়াজ উদ্দিন মৃধা,আমতলী সাংবাদিক ক্লাবের সহ- সভাপতি মো. তোফাজ্জেল হোসেন তপু,পৌর যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. নিয়াজ মোর্শেদ ইমন । অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন সবুজ। সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জনাব মাহাবুবুল ইসলাম।