ঢাকা, রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৩৭ অপরাহ্ন
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আরও ১৭ জনের মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

চট্টগ্রামে আবারও মৃত্যুর হার ঊর্ধ্বগতি। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৭ জন মারা গেছেন। আর একই সময়ে নতুন করে ১ হাজার ১১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তিন হাজার ৭৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়।

শুক্রবার (৬ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে চট্টগ্রামের ৭১২ জন। আর ৪০২ জন বিভিন্ন উপজেলার। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে নগরে ৮ জন ও ৯ জন বিভিন্ন উপজেলার।

x