ঢাকা, শনিবার ২০ এপ্রিল ২০২৪, ০৮:০৯ অপরাহ্ন
সিলেটে করোনায় ১৩ জনের মৃত্যু: আক্রান্ত ৭৩১ জন
ফারুক আহমদ , স্টাফ রিপোর্টার

সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৩১ জন এবং একই সময়ে সুস্থ হয়েছেন ২৫৩ জন।

আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্হ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয় গত ২৪ ঘন্টায় বিভাগে নতুন

সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত হওয়া ৭৩১ জনের মধ্যে ৪৪৫ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৬০ জন, হবিগঞ্জের ১৩৫ জন এবং মৌলভীবাজার জেলার ৯১ জন।

এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার ৪৬১ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৭ হাজার ১২০ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৬২ জন, হবিগঞ্জে ৫ হাজার ২৪৯ জন ও মৌলভীবাজারে ৬ হাজার ৩০ জন রয়েছেন।

এদিকে গেল ২৪ ঘন্টায় সিলেটে ২৫৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ২০৬ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জ জেলার ১১ জন, হবিগঞ্জ জেলার ২২ জন এবং মৌলভীবাজার জেলার ১৪ জন রয়েছেন।

বিভাগে এ পর্যন্ত ৩২ হাজার ২২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২২ হাজার ১০৫ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৪৫২ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৬১৫ জন ও মৌলভীবাজারে ৪ হাজার ৫৫ জন সুস্থ হয়েছেন।

 

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মারা যাওয়া ১৩ জনের মধ্যে সিলেট জেলার ১২ জন এবং হবিগঞ্জ জেলার ১ জন রয়েছেন।

এ নিয়ে সিলেট বিভাগে করোনাভারাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ৭৬১ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৬০৯ জন, সুনামগঞ্জে ৫৫ জন, হবিগঞ্জে ৩৬ জন এবং মৌলভীবাজার জেলায় ৬১ জন মারা গেছেন।

 

সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ৭৫ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৬৭ জন, সুনামগঞ্জে ২ জন, হবিগঞ্জে ১ জন এবং মৌলভীবাজার জেলায় ৫ জন রয়েছেন।

এ নিয়ে বিভাগে আজ সকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ৪৭৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৩৪২ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৬০ জন, হবিগঞ্জের হাসপাতালে ৪৫ জন ও মৌলভীবাজারের হাসপাতালে ২৮ জন চিকিৎসাধীন আছেন।

Leave a Reply

Your email address will not be published.

x