বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নে কবিরাজ হাট বাজারের পুরাতন ইউনিয়ন পরিষদের পাশেই বয়লার হাটি,বয়লার মাংস দোকান গুলোর বুটি ময়লা আবর্জনাগুলো পুরাতন ইউনিয়ন পরিষদের প্রাচীর পাশে ফেলতেছে, রাস্তার পাশ দিয়ে হেঁটে যেতে হলে নাকে মুখে হাত দিয়ে যেতে হয় ।
এ রাস্তার পাশ দিয়ে চলাচল করে হাজার হাজার মানুষ ভাবকী বিজয়পুর কালাপখর শীতলাই, স্কুল মাদ্রাসার ছাত্র ছাত্রীরা, হাজারো পথচারী এ পাশ দিয়ে গেলে নিশ্বাস নিতে কষ্ট হয়, দ্রুত ময়লা আবর্জনা অপসারণ করার প্রয়োজন, পরিবেশ দূষণ হচ্ছে, সেখানে না ফেলে যদি দূরে ফেলত তাহলে কোন সমস্যা হতো না,
তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি দ্রুত এই জায়গাটি পরিষ্কার করার প্রয়োজন । জায়গাটি পরিষ্কার হলে হাজারো মানুষ উপকৃত হবে তারা পরিবেশ দূষণ থেকে মুক্তি পাবে ।