ঢাকা, শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৮ পূর্বাহ্ন
শ্রীমঙ্গলে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির বিশেষ সভা অনুষ্টিত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:

শ্রীমঙ্গলে করোনাভাইরাস (কোভিট-১৯) প্রতিরোধে ভ্যাকসিন কার্যক্রম বাস্তবায়নে বিশেষ সভা অনুষ্টিত হয়েছে।

সোমবার (২ আগস্ট) সকালে উপজেলা কনফারেন্স রোমে করোনাভাইরাস প্রতিরোধ কমিটির আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৪ আসনের এমপি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। করোনায় অতিমারিতে টিকাদান কর্মসূচি বাস্তবায়নে করনীয় সম্পর্কে কর্মপরিকল্পনা বিষয়ে আলোচনা করেন বক্তারা।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, উপজেলা আ’লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সহ সভাপতি ডা. হরিপদ রায়, সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্্েরর পরিবার ও পরিকল্পনা অফিসার ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ূন কবির সহ বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান ও পৌর কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

x