কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮০৬ জনের। সোমবার (২ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ১৬৮ জন, আদর্শ সদরের ১৪ জন, সদর দক্ষিণের ১৬ জন, বুড়িচংয়ের ৫৬ জন, ব্রাহ্মণপাড়ার ৩৭ জন, চান্দিনার ১৩ জন, চৌদ্দগ্রামের ১৪ জন, দেবিদ্বারের ৪৫ জন, দাউদকান্দির ৭৮ জন, লাকসামের ৬৪ জন, লালমাইর ১৩ জন, নাঙ্গলকোটের ৬২ জন, বরুড়ার ৭০ জন, মনোহরগঞ্জের ৩৬, মুরাদনগরের ৭০ জন, মেঘনার ২১ জন, তিতাসের ৯ জন এবং হোমনা উপজেলার ২০ জন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ১৬৪ জনে।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন জানান, যারা মারা গেছেন তাদের মধ্যে ৪ জন নারী ও ৫ জন পুরুষ রয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭২৯ জনে।
Tumor specific expression of О±vОІ3 integrin promotes spontaneous metastasis of breast cancer to bone viagra boys merch I have been taking the Ibrance Lectrozole combo for 4 months now and am having hair loss
Malik said, As for a man who gives his uncultivated earth for a third or a fourth of what comes out of it, that is an uncertain transaction because crops may be scant one time and plentiful another time cialis pills for sale