ঢাকা, শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন
ময়মনসিংহ হাসপাতালে আইসিইউ বেড প্রদান
তাপস কর,ময়মনসিংহ প্রতিনিধি।

ময়মনসিংহ মেডিকেল কলেছ হাসপাতালে আজ রবিবার দুপুরে জেলা প্রশাসক, ময়মনসিংহের সম্মেলন কক্ষে  আলহাজ্ব এম এ ওয়াহেদ (সদস্য, জেলা আওয়ামীলীগ, ময়মনসিংহ) এর পক্ষ থেকে কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের জন্য জেলা প্রশাসন, ময়মনসিংহ এর মাধ্যমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নিকট ৫ টি আইসিইউ বেড হস্তান্তর করা হয়।

জানা যায়, জনাব মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক ময়মনসিংহ ও সভাপতি, করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি উক্ত চিকিৎসা সরঞ্জামাদি হস্তান্তর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সাধারন সম্পাদক, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগসহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব মোঃ জাহাঙ্গীর আলম, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

x