ঢাকা, মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৯ পূর্বাহ্ন
ঢাকা এবং সারাদেশে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ দেয়ার তারিখ প্রকাশ
Reporter Name

আগামীকাল সোমবার থেকে রাজধানীর ঢাকায় অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকাদান শুরু হচ্ছে। এছাড়া আগামী ৭ আগস্ট থেকে দেশের সকল জেলায় থেকে এ টিকা দেয়া হবে।

রোববার স্বাস্থ্য অধিদফতরের করোনা সম্পর্কিত নিয়মিত প্রেস বুলেটিনে টিকাদান কর্মসূচির কর্মকর্তা ডা. মো. শামসুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, যারা অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন তারা ভুলক্রমেও যেন অন্য টিকা না নেন, এতে নানা শারীরিক জটিলতা দেখা দেবে।

প্রথম ডোজ পেয়েছেন কিন্তু দ্বিতীয় ডোজ পাননি এমন মানুষের সংখ্যা প্রায় সাড়ে ১৫ লাখ। দ্বিতীয় ডোজ যারা পাননি তাদের কাছে স্ব স্ব কেন্দ্র থেকে ক্ষুদেবার্তা পাঠানো হবে।

বর্তমানে স্বাস্থ্য অধিদফতরের কাছে জাপান সরকারের দেয়া ১০ লাখের বেশি অ্যাস্ট্রাজেনেকার টিকা রয়েছে। সব মিলিয়ে ৩০ লাখ টিকা দেওয়ার কথা জাপান সরকারের। আগামী মঙ্গলবার ছয় লাখ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার আরেকটি চালান ঢাকায় আসার কথা রয়েছে।

3 responses to “ঢাকা এবং সারাদেশে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ দেয়ার তারিখ প্রকাশ”

  1. Kadeaffes says:

    comprar levitra sin receta medica It was pretty clear that it had been hit in the skull with a bat, which we heard that a lot of times they do after they lose a fight, Olivier says

  2. oJbDvX says:

    buy cialis online in usa Macrolide Resistant Mycoplasma pneumoniae, United States 1

  3. vOxhMs says:

    a problem with the rate or rhythm of your heartbeat Muscle weakness Numbness or tingling non prescription cialis online pharmacy

Leave a Reply

Your email address will not be published.

x