ঢাকা, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ন
ময়মনসিংহে চাঁদাবাজির সময় ভুয়া এসআই আটক
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ময়মনসিংহের তারাকান্দায় পুলিশের এসআই পরিচয়ে মহাসড়কে চাঁদাবাজির সময় শাহাদত আলম (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (৩১ জুলাই) রাত ১১টার দিকে ফুলপুর ময়মনসিংহ সড়কের মধুপুর বাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

শাহাদত আলম জেলার ত্রিশাল উপজেলার ধলা নামাপাড়া গ্রামের আবদুল মজিদের ছেলে। তিনি ময়মনসিংহ সদর উপজেলার ব্রিজ-মোড় কাঁশবন আবাসিক এলাকায় বসবাস করতেন।

তারাকান্দা থানার ওসি (তদন্ত) ঝুটন কুমার বর্মণ বলেন, জেলার ফুলপুর মহাসড়কের মধুপুর বাজারে এসআই র‌্যাংক ব্যাচসহ নূরে আলম নামের নেম প্লেট পড়ে বাজারে আসেন শাহাদাত আলম। এ সময় রুবেল মিয়া (২৪) নামের এক যুবককে সঙ্গে নিয়ে ওই স্থানীয় দোকানদার মোতালেবের কাছ থেকে সিগারেট নিয়ে চলে যান। কিছুক্ষণ পর পুলিশের পোশাক খুলে আবারও তিনি ওই দোকানে আসলে স্থানীয়দের সন্দেহ হয়। এসময় স্থানীয়রা তার হাতে থাকা ব্যাগ চেক করে পুলিশের পোশাক দেখতে পান। পরে তাকে আটক করে পুলিশে খবর দেন স্থানীয়রা। এ সময় কৌশলে তার সহযোগী রুবেল মিয়া পালিয়ে যান।

তার বিরুদ্ধে থানায় প্রতারণা মামলা দায়েরের পর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published.

x