ঢাকা, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১০:৪৫ পূর্বাহ্ন
লকডাউনের কড়াকড়ি বাড়াতে সিডনিতে সেনা মোতায়েন
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

করোনা ভাইরাসের ডেল্টা বা ভারতীয় ধরন ছড়িয়ে পড়ায় অস্ট্রেলিয়ার সিডনি শহরে ইতোমধ্যেই কঠোর লকডাউন দেওয়া হয়েছে। এবার সেনা মোতায়েনের মাধ্যমে এ লকডাউনে আরও বেশি কড়াকড়ি আরোপ করা হলো। খবর বিবিসির।

লকডাউনের বিধিনিষেধ মানতে লোকজনকে বাধ্য করাতে শুক্রবার সিডনি শহরে কয়েক হাজার সেনা মোতায়েন করা হয়।

অস্ট্রেলিয়ায় গত জুন মাসে ছড়িয়ে পড়ে করোনার ভয়ঙ্কর ধরন ডেল্টা। এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার সিডনিসহ নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে প্রায় ৩ হাজার জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে অন্তত ৯ জনের।

গত পাঁচ সপ্তাহ ধরে লকডাউন চলা সত্ত্বেও অস্ট্রেলিয়ার বৃহত্তম শহরটিতে সংক্রমণের সংখ্যা কমছে না। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার নতুন করে ১৭০ জন করোনা আক্রান্ত হয়েছেন।

সেনা মোতায়েন নিয়ে অবশ্য নানা প্রশ্ন উঠছে। অনেকে বলছেন, লকডাউন পালনে লোকজনকে বাধ্য করতে সেনা মোতায়েনের আদৌ প্রয়োজন নেই। আবার উল্টো কথাও বলছেন কেউ কেউ।

One response to “লকডাউনের কড়াকড়ি বাড়াতে সিডনিতে সেনা মোতায়েন”

  1. … [Trackback]

    […] Read More on that Topic: doinikdak.com/news/41684 […]

Leave a Reply

Your email address will not be published.

x