ঢাকা, শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪, ১০:৪৪ অপরাহ্ন
ফেনীতে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে একদিনে দেড়শতাধিক ব্যক্তির জরিমানা
পেয়ার আহাম্মদ চৌধুরীঃ-

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঈদের পর শুরু হওয়া দ্বিতীয় দফার কঠোর বিধিনিষেধের পঞ্চম দিনে ফেনীতে বুধবার ১৭৮ জন ব্যক্তির জরিমানা হয়েছে। স্বাস্থ্যবিথি মানাতে বের হওয়া অভিযানে ৯৫ হাজার ১শ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, দুই সপ্তাহের চলমান কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে জেলার বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে জেলা ও উপজেলা প্রশাসনের ১৬ জন কর্মকর্তা। এদিন জেলা শহর সহ গ্রামাঞ্চলের হাট-বাজারে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে বাসার বাইরে বের হওয়ায় ১৭৮ ব্যক্তিকে জরিমানা করা হয়। অপ্রয়োজনে বাসার বাইরে বের হওয়ায় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা ও সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে।

সর্বাধিক জরিমানা করেছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার রুবাইয়া আফরোজ। অভিযানকালে ১৩ জন ব্যক্তির ১৬ হাজার ৭শ টাকা জরিমানা আদায় করা হয়।আরেক সহকারি কমিশনার তমালিকা পাল ১৬ জন ব্যক্তির ১১ হাজার ১শ টাকা ও সহকারী কমিশনার এনএম আবদুল্লাহ আআল মামুন ২২ মামলায় ১০ হাজার ৯শ টাকা জরিমানা আদায় করেন।

এছাড়া পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত ১১ মামলায় ২ হাজার ২শ ২০, দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া ১১ জন ব্যক্তির ৭ হাজার ৫শ, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসি আক্তার ১৪জন ব্যক্তির ৪ হাজার ৪শ, ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হোমায়রা ইসলাম ১৬ জন ব্যক্তির ৭ হাজার ৫শ টাকা, পরশুরাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরীন আক্তার ৫ জন ব্যক্তির ২ হাজার ৪শ, ফুলগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা নাসরীন কান্তা ১২ জন ব্যক্তির ১ হাজার ৩শ ৮০, সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিখন বণিক ৮ জন ব্যক্তির ৩ হাজার ৪শ, দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গাজালা পারভীন রুহি ১৮ জন ব্যক্তির ৯ হাজার ৪শ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার আফরোজা আফসানা ৮ মামলায় ৬ হাজার ২শ, রজত বিশ্বাস ৫ মামলায় ২ হাজার, মো: বদরুদ্দোজা ১৩ মামলায় ৬ হাজার ৪শ টাকা, শাহিন আলম ৬ মামলায় ৩ হাজার ৪শ টাকা জরিমানা করেন।

জেলা করোনা প্রতিরোধ কমিটির আহবায়ক ও জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, কঠোর বিধিনিষেধ বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি মানাতে জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত: ৮ দিন শিথিল থাকার পর করোনাভাইরাসের সংক্রমণ রোধে শুক্রবার সকাল ৬টা থেকে সারাদেশে শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ। আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত এটি চলবে।

Leave a Reply

Your email address will not be published.