ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০২:৩১ অপরাহ্ন
মৌলভীবাজারে লকডাউন পর্যবেক্ষণে উর্ধ্বতন সেনা কর্মকর্তারা
মাসুদ আলম চয়ন, মৌলভীবাজার

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ নিশ্চিতে সারাদেশে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। অন্যান্য জেলার মতো মৌলভীবাজারেও তৎপর রয়েছে সেনাবাহিনী।

মৌলভীবাজারে মঙ্গলবার (২৭ জুলাই) সেনাবাহিনী সদস্যদের কার্যক্রম ও লকডাউন পরিস্থিতি পরিদর্শন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ আর্টিলারি কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো.শেরাফ উদ্দীন খাঁন ও ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার।

মঙ্গলবার শহরের কুসুমবাগ এলাকায় লকডাউন পরিস্থিতি পরিদর্শন শেষে ​করোনা পরিস্থিতির এ সংকটময় অবস্থায় সকলকে সরকার প্রদত্ত বিধিনিষেধ যথাযথভাবে পালনের আহ্বান জানান তারা।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা,পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার,উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

x