ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০২:৩৪ অপরাহ্ন
কঠোর বিধিনিষেধেও হাটপাংগাশী বাজারে বেড়েছে যানবাহন
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গন্জ, সিরাজন্জঃ-

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঈদের পর থেকে শুরু হওয়া কঠোর লকডাউনে সিরাজগন্জের রায়গন্জের হাটপাংগাশী বাজাজারে গত চার দিনের তুলনায় যানচলাচল অনেকটাই বেড়েছে।বিশেষ করে,সিএনজি,অটোভ্যান ও ইজিবাইকের চলাচল ছিল চোখে পড়ার মতো।

উপজেলার  প্রাণকেন্দ্র ফাকা থাকলেও এর আশপাশের সড়কগুলোতে বিশেষ করে হাটপাংগাশী বাজারের প্রধান সড়কে নির্বিঘ্নেই চলছে বিভিন্ন ধরনের যানবাহন।এদিকে কঠোর বিধিনিষেধ কার্যকর করতে গতকালও আইনশৃঙ্খলা বাহিনী ছিল অনেকটাই তৎপর।তবে বিধিনিষেধ বাস্তবায়ন করতে আইনশৃঙ্খলা রখ্যাকারী বাহিনী তৎপর হলে রাস্তা থেকে মানুষ ও যানবাহন নিমিষেই উধাও হয়ে যায়,আবার তারা চলে গেলে যে যার মতো রাস্তায় বিধিনিষেধ অমান্য করতে শুরু করে।সরেজমিনে দেখা যায়,কঠোর বিধিনিষেধের মধ্যেই যানবাহন চলাচল ছিল গত চারদিনের তুলনায় একটু বেশি।বিশেষ করে অটোভ্যান,সিএনজি,ইজিবাইক,মোটরসাইকেল,দু’একটি ব্যাক্তিগত গাড়ী,ট্রাক ও পণ্যবাহী পিকআপ ছিলও চোখে পড়ার মতোই।

২৭-০৭-২০২১ মঙ্গলবার সকালের দিকে বেশ কয়েকটি মোড়েও যানজট দেখা যায়।এছাড়াও সকালের দিকে মাছের আড়তেও দেখা গেছে মানুষের উপচেপড়া ভিড়।বিশেষ করে গান ডাউন লোডের দোকানগুলোতে।খোলা ছিল ওষধের দোকান,নির্দিষ্ট স্হানে কাঁচাবাজার,অতিপ্রয়োজনীয় পণ্যের দোকানসহ খাদ্য পণ্যের দোকান।তবে এর পাশাপাশি রাস্তার পাশের  অনেক দোকানোই সুযোগ বুঝে তাদের দোকান খুলে বেচাকেনা চালিয়ে যান।তবে রাস্তায় ঘোরাফেরা করা অনেক মানুষ এবং এসব ফুটপাতের দোকানীর অনেকের মুখেই দেখা যায়নি মাস্ক।

x