সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি ভাবে খোলা বাজারে ওএমএস এর চাল ও আটা বিক্রি শুরু হয়েছে। ২৬ জুলাই সোমবার পৌর সদরের রাণীগঞ্জ রোড এলাকায় ওএমএস ডিলার সুশান্ত কুমার রায়ের মাধ্যমে এবং বশির আহমদের পরিচালনায় চাল ও আটা বিক্রি চলছে।
৩০ টাকা কেজি দরে জনপ্রতি ৫ কেজি চাল ও ১৮ টাকা কেজি দরে ৫ কেজি আটা বিক্রি করা হচ্ছে। যা খুচরা বাজারে প্রতি কেজি চাল কমপক্ষে ৪০ থেকে ৪৫ টাকা ও প্রতি কেজি আটা ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে।