ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন
কোটটচাঁদপুরে ইলিশের দাপটে কমেছে অন্য মাছের দাম
মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে ইলিশের মৌসুম আসার আগেই বাজারে পাওয়া যাচ্ছে তাজা ইলিশ মাছ।

আকারভেদে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে ইলিশ। (৪ আগষ্ট) বুধবার সকালে কোটচাঁদপুর পৌর মাছ বাজারে গিয়ে দেখা যায়। বাজারে পাওয়া যাচ্ছে তাজা ইলিশ মাছ। আকারভেদে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে ইলিশ,ভরা মৌসুমের আগেই বাজারে ইলিশের সরবরাহ বেড়েছে। দামও কম,ইলিশের দাপটে কদর কমেছে অন্য মাছের।পৌর মাছ বাজারে এখন ৮০০ গ্রাম ইলিশের দাম মাত্র ৮০০ টাকা ও নিচে ৪-৫ শো টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

দাম আরেকটু কম পাওয়ার আশায় পৌর মাছ বাজারে ভিড় বেশি ইলিশ ক্রেতাদের।মাছ বাজার সমিতির সভাপতি আমিরুল শেখ এর কাছে জানতে চাইলে তিনি বলেন এবার ইলিশ মৌসুমে ভালো পরিমাণে ইলিশ পাওয়া যাচ্ছে। এটা গত বছর প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা বন্ধে কার্যকর ব্যবস্থার সুফল।সামনে আরও বেশি ইলিশ পাওয়ার আশা আছে আমাদের।

x