ঢাকা, শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১০:৫২ পূর্বাহ্ন
বিকেল হলে জমে যাবে হাট, আশাবাদী ব্যবসায়ীরা
মোঃরিফাত ইসলাম,জেলা প্রতিনিধি ফরিদপুরঃ
রাত পোহালে কোরবানির  ঈদ। আর ঈদকে কেন্দ্র করে চলছে  গরু ছাগলের জমজমাট হাট। তবে ফরিদপুর শহরের টেপাখোলা গরুর হাট ও বিসর্জন ঘাটে ছাগলের হাট এখনো পর্যন্ত তেমন জমে ওঠেনি।
এখানে আগত ব্যবসায়ীরা আশা করছেন বিকেল থেকে হয়তোবা  হট দুটো জমে উঠতে পারে।
আজ দুপুরে সরেজমিন পরিদর্শনকালে দেখা গেছে ছাগলের হাটে  বেচাকেনা নেই বললেই চলে। যদিও তখন সবেমাত্র পশু গুলি আসছে।
বিক্রেতারা বলছেন সকালে বৃষ্টি হবার কারণে অনেক স্থানের বেপারী রা হাটে আসতে দেরি করছেন।
তারা আশা করেন বিকেলের মধ্যে কিংবা সন্ধ্যার পরপরই বেচাকেনার জমে উঠবে।
একই দৃশ্য দেখা গেল টেপাখোলা গরুর হাটে। এখানেও গরুর ব্যাপারী রা ট্রাকে করে পশু গুলোকে বিক্রির জন্য হাটে আনছেন। তবে ক্রেতা সমাগম খুবই কম লক্ষ করা গেছে।
এখানের ব্যাপারীরা জানান আরো গরু আসতে ঘন্টা খানেক সময় লাগতে পারে। ধারণা করা হচ্ছে বিকেলের পর থেকে কিংবা সন্ধ্যার পর থেকে ভালো বেচাকেনা হবে। এ ধরনের প্রত্যাশা করছেন তারা।
তবে উভয় হাটেই ক্রেতাদের ও বিক্রেতা বেশিরভাগ লোকই মাক্স পড়ে প্রবেশ করতে দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published.

x