বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (করোনা ইউনিট) করোনার ওয়ার্ড ও আইসোলেশন ওয়ার্ডে ৩৩০ জন রোগী ভর্তি রয়েছে। গত ২৪ ঘন্টায় আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১১ জন ও করোনা ওয়ার্ডে ৩ সহ মোট ১৪ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় বরিশালের আরটি-পিসিআর ল্যাবে ১৫৪ জনের নমুনার মধ্যে ৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ৬২ দশমিক ৩৩ শতাংশ।
বরিশাল শেবাচিম হাসপাতালে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ৬০ জন। তাদের মধ্যে ৩৩ জনের করোনা হয়েছে।