চট্টগ্রামে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১১ জন। এ সময় করোনায় আক্রান্ত হয়েছেন ৮০১ জন। করোনা শনাক্তের হার প্রায় ৩৮ দশমিক ৫৪ শতাংশ। রোববার (২৫ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৭৮ জনের নমুনা পরীক্ষা করে ৮০১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ৪৬৯ জন ও বিভিন্ন উপজেলার ৩৩২ জন রয়েছেন।
করোনা আক্রান্তদের মধ্যে- লোহাগাড়ার তিনজন, সাতকানিয়ার তিনজন, বাঁশখালীর ২০ জন, আনোয়ারার ২৮ জন, চন্দনাইশের দুইজন, পটিয়ার ৩৬ জন, বোয়ালখালীর ৩৭ জন, রাঙ্গুনিয়ার ৩৮ জন, রাউজানের ৪০ জন, ফটিকছড়ির পাঁচজন, হাটহাজারীর ৬৬ জন, সীতাকুণ্ডের ১৯ জন, মিরসরাইয়ের ১২ জন ও সন্দ্বীপের ২৩ জন রয়েছেন।