ঢাকা, রবিবার ২৬ জানুয়ারী ২০২৫, ০২:২৬ অপরাহ্ন
করোনায় ফেঞ্চুগঞ্জের আল ইসলাহ নেতার মৃত্যুতে আল ইসলাহ’র কেন্দ্রীয় সভাপতির শোকপ্রকাশ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি ও ফেঞ্চুগঞ্জ মোহাম্মাদিয়া কামিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা শামসুদ্দোহা খান ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২৪ জুলাই, শনিবার, রাত ৯ টায় সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তিকাল করেন।
তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে আনজুমানে আল ইসলাহর মুহতারাম সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, মাওলানা শামসুদ্দোহা খান ছিলেন একজন তরুণ আলেমে দ্বীন, শিক্ষক ও সংগঠক। দ্বীনের একজন নিবেদিত কর্মী হিসেবে তাঁর মধ্যে ছিল আখলাকে হাসানাহ। তিনি হযরত ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর বিভিন্ন খিদমতে নিজেকে সম্পৃক্ত  রেখেছিলেন। আল্লাহ রাব্বুল আলামীন দ্বীনের তরে তাঁর সকল খিদমতকে নাজাতের ওসীলা হিসেবে কবুল করুন।
শোক বার্তায় সভাপতি মহোদয় মরহুমের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
x