সারাদেশের ন্যায় ফরিদপুরের নগরকান্দায় লকডাউন ঘোষণা করেন নগরকান্দা উপজেলা প্রশাসন।
এরই ধারাবাহিকতায় ২৪ জুলাই শনিবার সকাল থেকে নগরকান্দা উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় নগরকান্দা বাজার, পুরাপাড়া বাজার ও চাঁদহাট বাজাররে লকডাউনের মধ্যে দোকান খোলা রাখায় ৬ টি মামলায় ৭ হাজার ২শত টাকা জরিমানা করেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেতী প্রু।
অভিযানে নিবার্হী ম্যাজিস্ট্রেট জেতী প্রু বলেন, সংক্রমোক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ ২৪ এর ১ ধারায় অপরাধ করায় ২৪ এর ২ ধারায় বিভিন্ন মেয়াদে জরিমানা করি সে সাথে সবাইকে মাস্ক ব্যবহার করার অনুরোধ জানাই একি সাথে সামাজিক দুরত্ব মেনে চলার পরামর্শ দেন