ঢাকা, সোমবার ২০ মে ২০২৪, ০৭:১৫ অপরাহ্ন
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে গ্রেফতার ৩
রুবেল আহমদ ,সিলেট প্রতিনিধি

গত-২৩/০৭/২০২১খ্রিঃ অনুমান ২২:০৫ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব দেবাশীষ সরকার এর নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিঃ)/ আবু রায়হান নূর, এসআই(নিঃ)/ সাহিদুল আলম, এএসআই(নিঃ)/দুলাল হোসাইন, এএসআই(নিঃ)/ ইব্রাহিম আল সুমন, এএসআই(নিঃ)/ ৬৯৬ ভ‚লন চন্দ্র দেব, কনস্টেবল/৯৫৫ আব্দুল কাদির, কনস্টেবল/১৮৬৮ ইকবাল হোসেন, কনস্টেবল/১০০৫ আব্দুল্লাহ আল-মামুন, কনস্টেবল/১০৮৩ মাসুদুর রহমান, কনস্টেবল/১৫৭২ জালাল উদ্দিন, কনস্টেবল/৫৫৮ দিপু সিংহ,-দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন, তাঁতীপাড়া, বাসা নং-৪০ এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী

১। আশিক আহমদ (৪২), পিতা- ছনু মিয়া, মাতা- মৃত দিলারা বেগম, সাং- খলাছড়া, ডাকঘর- খলাছড়া, থানা- জকিগঞ্জ, জেলা- সিলেট, বর্তমানে- ভাসমান, ২। মো. নেছার আহমদ (৩৫), পিতা- মৃত চাঁন মিয়া, মাতা- জমিরুন নেছা, সাং- সোনাতলা, ডাকঘর- সোনাতলা, থানা- জালালাবাদ, জেলা- সিলেট, ৩। মো. রাশেদ মিয়া(৪২), পিতা- তারা মিয়া, মাতা- ফিরোজা বেগম, সাং-চরুগাঁও, ডাকঘর- সোনাতলা, থানা- জালালাবাদ, জেলা- সিলেট নামীয় তিন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন।

গ্রেফতারকালে উক্ত আসামীদের হেফাজাত হতে ৯৮ (আটানব্বই) পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা ট্যাবলেট বিক্রির কাজে ব্যবহৃত সিলেট থ ১২-২০৮৬ রেজিষ্ট্রেশনের একটি সিএনজি অটোরিক্সা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা জানায় যে, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ৩নং আসামী মো. রাশেদ মিয়া (৪২) এর ব্যবহৃত সিএনজি অটোরিক্সা দিয়ে সিলেট জেলার জকিগঞ্জ সীমান্তবর্তী এলাকা হতে পাইকারী দরে ক্রয় করে এনে উক্ত সিএনজি অটোরিক্স যোগেই পরিবহন করে ঘটনাস্থল এলাকা সহ সিলেট শহরের বিভিন্ন এলাকার মাদক সেবীদের নিকট খুচরা ও পাইকারী দরে বিক্রি করে থাকে। উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

Leave a Reply

Your email address will not be published.

x