ঢাকা, রবিবার ১৯ মে ২০২৪, ০৮:৩৮ অপরাহ্ন
সমুদ্র উত্তাল থাকায় ট্রলার নিয়ে ঘাটে ফিরছে জেলেরা
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বঙ্গোপসাগরে ৬৫ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শেষ হলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই বিরম্বনায় পড়েছে বরগুনা সহ উপকূলিও জেলেরা। এক একটি ট্রলারে লক্ষ লক্ষ টাকার বাজার নিয়ে বসে আছে ঘাটে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে জেলে দের সমুদ্রে যেতে নিষেধ করা হলেও পেটের দায়ে কিছু জেলে আজ সকালে চলে গেছে সমুদ্রে।
প্রশাসনের চোখ ফাঁকি নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগে কিছু ট্রলার গিয়েছিল সমুদ্রে, আবহাওয়া খারাপ হওয়ার কারণে সমুদ্র উত্তাল হয়ে গেলে ফিরে আসে সে সকল ট্রলার। ট্রলার গুলোতে সামান্য  কিছু মাছ পেয়েছে জেলেরা। বরগুনা পাথরঘাটার বিএফডিসি পাইকারি মৎস্য অবতরন কেন্দ্রে আজ যে ইলিশ উঠেছে তা বলেশ্বর, বিষখালী ও পায়রা নদীর ইলিশ মাছ বেশি।
জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি মোঃ মোস্তফা চৌধুরী জানান, বঙ্গোপসাগরে আবহাওয়া খারাপ হওয়ার কারণে আমার মালিক সমিতির পক্ষ থেকে ট্রলার মালিক ও জেলেদের সমুদ্র যেতে নিষেধ করা হলেছে। তারপরেও পেটের দায়ে আজ সকালে কিছু জেলে চলে গেছে সমুদ্রে।

Leave a Reply

Your email address will not be published.

x