ঢাকা, শনিবার ২৫ জানুয়ারী ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন
বরিশাল বিভাগে করোনা ইউনিটে আরও ১৩ জনের মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (করোনা ইউনিট) করোনার ওয়ার্ড ও আইসোলেশন ওয়ার্ডে ৩০০ জন রোগী ভর্তি আছে। গত ২৪ ঘন্টায় আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১০ জন ও করোনা ওয়ার্ডে একজনসহ মোট ১১ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় বরিশালের আরটি-পিসিয়ার ল্যাবে ১৬৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫২ শতাংশ।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ৪৫ জন, এদের মধ্যে ১৫ জন করোনা পজেটিভ।

বরিশাল বিভাগে সর্বমোট আক্রান্ত হয়েছে ২৮ হাজার ১৪৬ জন। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ২ জনের, সর্বমোট মৃত্যু হয়েছে ৪১৬ জনের।

x