কোভিড-১৯ সংক্রমণের ৫০০ তম দিনে দেশে শেষ ২৪ ঘণ্টায় ১৭৩ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৯৮ জন।
এই সময়ে ৭ হাজার ৬১৪ জন রোগী শনাক্ত হয়েছে। এর আগে ১২ জুলাই দেশে সর্বোচ্চ শনাক্ত ছিল ১৩ হাজার ৭৬৮ জন। গত ১৯ জুলাই সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর।
দেখা যাচ্ছে, করোনায় মৃত্যু ও রোগী শনাক্ত আগের দিনের চেয়ে কিছুটা কমেছে। যদিও এ সময় আগের দিনের চেয়ে কম নমুনা পরীক্ষা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ২৪ হাজার ৯৭৯টি নমুনা পরীক্ষা হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৩০ দশমিক ৪৮ শতাংশ।
এখন পর্যন্ত করোনা সংক্রমিত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১১ লাখ ৩৬ হাজার ৫০৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ লাখ ৬১ হাজার ৪৪ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ হাজার ৭০৪ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫৮ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। খুলনা বিভাগে মৃত্যু হয়েছে ৩৮ জনের। চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ৩২ জন। বাকিরা অন্যান্য বিভাগের।
করোনাভাইরাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ১৯ কোটি ২৪ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৪১ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৭ কোটি ৫০ লাখের বেশি।
… [Trackback]
[…] Find More to that Topic: doinikdak.com/news/38733 […]
… [Trackback]
[…] Find More here on that Topic: doinikdak.com/news/38733 […]
… [Trackback]
[…] Find More on that Topic: doinikdak.com/news/38733 […]
… [Trackback]
[…] Find More on that Topic: doinikdak.com/news/38733 […]