চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জুয়ার আসর থেকে ছয়জনকে গ্রেফতার করেছে র্যাব। এসময় জুয়া খেলার উপকরণসহ নগদ ৩৭ হাজার ৪৮০ টাকা জব্দ করা হয়।
মঙ্গলবার (২০ জুলাই) রাতে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বাবুপুর মিরাটুলি এলাকায় চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বুধবার (২১ জুলাই) সকালে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতাররা হলেন, উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের মিরাটুলি বাবুপুর গ্রামের মৃত মংলু মণ্ডল ওরফে আলাউদ্দিনের ছেলে মো. আবু হানিফ (৩০), একই গ্রামের মো. ভদু মণ্ডলের ছেলে শরিফুল ইসলাম (৩০), মৃত ভাদুর ছেলে মো. কালাম (৫৫), মো. শাহ আলমের ছেলে মো. সেলিম রেজা (৩০), মৃত গদুর মণ্ডলের ছেলে মো. রাকিব উদ্দিন (৪৫) ও একই ইউনিয়নের সুন্দরপুর গ্রামের মৃত আতাউর হোসেনের মো. কবির হোসেন (৪০)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাতে র্যাবের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার (এসপি) জি এম আবুল কালাম আজাদের নেতৃত্বে র্যাবের একটি দল বাবুপুর মিরাটুলি গ্রামের মো. হাবিবুর রহমানের পরিত্যক্ত আধাপাকা টিনের ঘরে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ছয়জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।