ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন
ময়মনসিংহ মেডিকেলে করোনায় প্রাণ হারিয়েছেন ১৮ জন
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্তে ৭ জন এবং করোনার উপসর্গ নিয়ে ১১ জন মারা গেছেন। এদের মধ্যে ময়মনসিংহ জেলার ১১ জন, নেত্রকোনার ৪ জন, টাঙ্গাইলের ২ জন, গাজীপুরের ১ জন রয়েছে।

বুধবার (২১ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন ৩৬ জন ভর্তিসহ করোনার চিকিৎসা নিচ্ছেন ৩৩৯ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ২২ জন। জেলায় ২৪ ঘণ্টায় ৪৩১ টি নমুনা পরীক্ষায় আরও ৯৮ জনের করোনা পজিটিভ হয়েছে। আক্রান্তের হার ২২.৭৩ শতাংশ।

x