ঢাকা, বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৪ পূর্বাহ্ন
গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় করোনা উপসর্গে আরও ১০ জনের মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গায়  আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৯১টি নমুনা পরীক্ষায় ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ হিসেবে শনাক্তের হার ২৫ দশমিক ৬৫ শতাংশ।

বুধবার (২১ জুলাই) সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার করোনা উপসর্গ নিয়ে জেলায় দশ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৬ জন এবং আলমডাঙ্গা উপজেলায় ৪ জন রয়েছেন।

করোনা আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গায় এ পর্যন্ত মোট ১৬৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জেলায় ১৪৬ জন এবং জেলার বাইরে ১৭ জন।

এদিকে নতুন শনাক্তের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৩৭ জন, আলমডাঙ্গা উপজেলায় ৬ জন এবং দামুড়হুদা উপজেলায় ৬ জন রয়েছেন।

বর্তমানে জেলায় করোনাভাইরাস আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ২ হাজার ১০৫ জন। এর মধ্যে হোম আইসোলেশনে আছেন ১ হাজার ৯৮৩ জন এবং হাসপাতালে আছেন ১২২ জন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৫৫৬ জনে। জেলায় মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৯৫ জন।

One response to “গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় করোনা উপসর্গে আরও ১০ জনের মৃত্যু”

  1. … [Trackback]

    […] Information to that Topic: doinikdak.com/news/38596 […]

Leave a Reply

Your email address will not be published.

x