ঢাকা, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ০৫:৩৪ পূর্বাহ্ন
২৪ ঘন্টায় অপসারন করা হবে কোরবানী পশুর বর্জ্য: ময়মনসিংহ মেয়র টিটু
তাপস কর,ময়মনসিংহ

২৪ ঘন্টায় অপসারন করা হবে কোরবানী পশুর সকল বর্জ্য: ময়মনসিংহ মেয়র টিটু।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটুর নির্দেশ ও নির্দেশনায় অন্যান্য বছরের মত এবারও ২৪ ঘন্টার মধ্যে ঈদ উল আজহার পশু কোরবানীর বর্জ্য অপসারন ও ব্যবস্থাপনা করা হবে।

সিটি কর্পোরেশনের ৪শ ০১ টি পশু কোরবানী পয়েন্টের বর্জ্য অপসারনে ৬শ পরিচ্ছন্নতাকর্মী, ৫০ টি গাড়ি, ৩ টি লোডার/এসকাভেটর এবং ৬ টি জীবানুনাশক পানি ছিটানোর গাড়ি নিরবচ্ছিন্নভাবে ২৪ ঘন্টা কাজ করবে। জীবনুমক্ত এবং পরিচ্ছন্ন করার কাজে ব্যবহার করা হবে প্রায় ২০ টন ব্লিচিং পাওডার।

মেয়র নিজে এ কার্যক্রমের তদারকি করবেন। এ বিষয়ে নাগরিকবৃন্দের সহযোগিতা কামনা করেছেন মাননীয় মোঃ ইকরামুল হক টিটু।

One response to “২৪ ঘন্টায় অপসারন করা হবে কোরবানী পশুর বর্জ্য: ময়মনসিংহ মেয়র টিটু”

  1. … [Trackback]

    […] Read More here to that Topic: doinikdak.com/news/38544 […]

Leave a Reply

Your email address will not be published.

x