হারারের স্পোর্টস ক্লাবে ব্যাটিং সহায়ক উইকেট। প্রথম ঘণ্টায় বোলারেরা কিছুটা সুবিধা পাবেন ভেবে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। কিন্তু, সে সুবিধা খুব একটা কাজে লাগাতে পারেননি সফরকারী বোলারেরা। জিম্বাবুয়ের প্রথম উইকেট নিতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে আট ওভার পর্যন্ত। নবম ওভারে অবশেষে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দিয়েছেন সাকিব আল হাসান। এরপর স্বাগতিকদের দ্বিতীয় উইকেট তুলে নিয়েছেন মাহমুদউল্লাহ।
ইনিংসের ৮.৪ ওভারে জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি ভাঙেন সাকিব। সাকিবের প্রথম ওভারে করা মিডল স্টাম্পে থাকা লেংথ বল মোকাবিলা করার চেষ্টা করেন বাঁহাতি টাডিওয়ানাশে মারুমানি। ব্যাটে-বলে হয়নি। বল লাগে প্যাডে। সঙ্গে সঙ্গে আবেদন তোলেন সাকিব। আবেদনে সাড়া দিতে খুব বেশি সময় নেননি আম্পায়ার। ১৯ বলে ৮ রান করে ফিরলেন মারুমানি। ৩৬ রানে থামল উদ্বোধনী জুটি। ১৮তম ওভারে ব্রেন্ডন টেইলরকে ফেরান মাহমুদউল্লাহ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ দুই উইকেটে ৮১ রান।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ দলের জার্সিতে সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান। সাড়ে চার বছর পর বাংলাদেশ দলের ওয়ানডে একাদশে ফিরেছেন তিনি। সর্বশেষ ২০১৬ সালের ৩১ ডিসেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে দেশের হয়ে খেলেছিলেন উইকেটকিপার এই ব্যাটসম্যান।
সোহান ছাড়াও তৃতীয় ওয়ানডে দলের একাদশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। চোটের কারণে প্রথম দুই ম্যাচে ছিলেন না কাটার-মাস্টার। তাঁর বদলে সুযোগ পেয়েছিলেন তরুণ পেসার শরিফুল ইসলাম। আজ শরিফুলকে সরিয়ে ফের দলে ফিরেছেন মুস্তাফিজ। শরিফুল ছাড়াও চোটের কারণে একাদশ থেকে ছিটকে গেছেন মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশের মতো একাদশে দুটি পরিবর্তন এনেছে জিম্বাবুয়েও। স্বাগতিকদের একাদশ থেকে বাদ পড়েছেন ওপেনার টিনাশে কামুনহুকামউই। তাঁর বদলে চোট কাটিয়ে ফিরেছেন রায়ান বার্ল। বিশ্রামে রাখা হয়েছে বাঁহাতি পেসার রিচার্ড এনগারাভাকে। তাঁর জায়গায় ফিরেছেন আরেক পেসার ডোনাল্ড তিরিপানো।
তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডে জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে মাঠে নেমেছে লাল-সবুজের দল। আজ মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে স্বাগতিকদের বিপক্ষে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।
টস জয়ের পর তামিম জানান, উইকেট আগের ম্যাচের মতোই ব্যাটিং সহায়ক মনে হচ্ছে। তবে পেসারদের যা একটু সহায়তা থাকবে, তা প্রথম ঘণ্টায়। সেই সুবিধা কাজে লাগাতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ।
ম্যাচটিতে জিতলে বিশ্বকাপ সুপার লিগে শক্ত অবস্থানে যাবে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে জিতে ২০ পয়েন্ট পাওয়া বাংলাদেশ শেষ ওয়ানডেতে আরও ১০ পয়েন্ট পেতে মুখিয়ে আছে।
সাম্প্রতিক পারফরম্যান্সে জিম্বাবুয়ে থেকে অনেক এগিয়ে বাংলাদেশ। এক সময়ের প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে এ নিয়ে টানা পাঁচটি সিরিজ জিতেছে লাল-সবুজের দল। এ ছাড়া জয় এসেছে টানা ১৮ ম্যাচে। এবার সিরিজ জয়ের পাশাপাশি জিম্বাবুয়কে প্রথমবার তাদের মাটিতে হোয়াইটওয়াশ করার হাতছানি সাকিব-তামিমদের সামনে।
এ ছাড়া আজ জিম্বাবুয়েকে হারাতে পারলে তাদের বিপক্ষে জয়ের হাফসেঞ্চুরি করবে বাংলাদেশ। এখন পর্যন্ত দুদলের মধ্যকার ৭৭ ম্যাচের মধ্যকার ৪৯টিতে জিতেছে বাংলাদেশ, জিম্বাবুয়ে জিতেছে ২৮টিতে।
cheap lasuna – diarex buy online purchase himcolin generic
besivance online – besivance eye drops buy sildamax pills for sale
probenecid 500mg oral – buy generic etodolac order carbamazepine 200mg generic
buy gabapentin tablets – neurontin 100mg pills azulfidine 500mg generic
where to buy mebeverine without a prescription – buy colospa 135 mg online cheap cilostazol 100mg ca
purchase celebrex generic – cheap flavoxate sale indomethacin 75mg cheap
diclofenac over the counter – where can i buy aspirin buy aspirin 75 mg
order rumalaya online – purchase shallaki without prescription order endep 50mg generic
mestinon cost – sumatriptan 50mg over the counter buy azathioprine tablets
buy generic diclofenac for sale – purchase imdur for sale brand nimotop