ঢাকা, সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৮ অপরাহ্ন
শ্রীপুরে নিবন্ধন ছাড়া পোশাকশ্রমিকদের টিকা কার্যক্রমের উদ্ভোধন
আরিফ প্রধান
গাজীপুরের শ্রীপুরে নিবন্ধন ছাড়া শুধুমাত্র পরিচয়পত্র দেখে পোশাকশ্রমিকদের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।
সোমবার সকালে উপজেলা প্রশাসন, পৌরসভা ও ফখরুদ্দিন টেক্সটাইল মিলস এর সহযোগিতায় ফখরুদ্দিন কারখানায় শ্রমিকদেরকে টিকা দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।
পরে তিনি করোনা রোগীদের জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি অক্সিজেন সিলিন্ডার ও বিপুল পরিমাণ মাস্ক প্রদান করেন। একে একে সকল কারখানার শ্রমিকদেরকে টিকা প্রদান করা হবে বলে জানিয়েছেন উপজেলা সাস্ব্য বিভাগ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম, পৌরসভার মেয়র আলহাজ্ব আনিছুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.প্রনয় ভূষণ দাস ও কারখানার কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

x