ঢাকা, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১১:২৪ অপরাহ্ন
ফেসবুকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের
দৈনিক ডাক ইনবক্স

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে করোনা-সংক্রান্ত ভুল বার্তার কারণে মানুষের মৃত্যু হচ্ছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, এক সাংবাদিক সামাজিক যোগাযোগ প্লাটফর্ম ফেসবুকে করোনা সংক্রমণ এবং কোভিড টিকা নিয়ে ভুল তথ্য পরিবেশন বিষয়ে শুক্রবার (১৬ জুলাই) জো বাইডেনকে প্রশ্ন করলে তিনি জবাবে এ মন্তব্য করেছেন।

জো বাইডেন বলেন, ‘তারা মানুষকে হত্যা করছে। আমাদের মধ্যে যারা টিকা নেননি, মহামারিটি কেবল তাদের মধ্যেই রয়েছে।’ এদিকে ফেসবুক বলছে, এমন মন্তব্য জনস্বাস্থ্য রক্ষায় ‘আক্রমণাত্মক পদক্ষেপ।’
এদিকে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা সতর্ক করে জানান, টিকা না নেওয়ার কারণে যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে মৃত্যু এবং করোনা সংক্রমণ ব্যাপক হারে বেড়ে গেছে।  
শুক্রবার (১৬ জুলাই) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি জানান, ‘কোভিডের টিকা নিয়ে ভুল তথ্য প্রকাশের বিরুদ্ধে ফেসবুকসহ  অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম সঠিক পদক্ষেপ নিচ্ছে না। আমি বলছি না, তারা পদক্ষেপ নিচ্ছে না। অবশ্যই তারা পদক্ষেপ নিচ্ছে, তবে তা যথেষ্ট নয়।
এদিকে ফেসবুক এক বিবৃতিতে দাবি করেছে, করোনাভাইরাস নিয়ে প্রায় এক কোটি ৮০ লাখের বেশি ভুল তথ্য তারা অপসারণ করেছে।

Leave a Reply

Your email address will not be published.

x