ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টুয়েন্টিতে দারুণ এক জয়ে শুরু করেছিল পাকিস্তান। দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াল ইংল্যান্ড। সফরকারীদের ৪৫ রানে হারিয়ে বাটলারের দল ফিরিয়েছে সমতা।
লিডসে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারের এক বল হাতে রেখে গুটিয়ে যাওয়ার সময় ২০০ রান জমা করে ইংল্যান্ড। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৫৫ পর্যন্ত যেতে পারে পাকিস্তান।
মোহাম্মদ হাসনাইন ৩টি, ইমাদ ওয়াসিম ও হারিস রউফ ২টি করে উইকেট নিয়েছেন। একটি করে উইকেট শাহিন আফ্রিদি ও শাদাব খানের দখলে গেছে।
জবাব দিতে নেমে মোহাম্মদ রিজওয়ান ৩৭, অধিনায়ক বাবর আজম ২২, সাকিব মাকসুদ ১৫, মোহাম্মদ হাফিজ ১০, ইমাদ ২০ ও শাদাবের অপরাজিত ৩৬ রানে দেড়শ পেরিয়ে যায় সফরকারীরা।
সাকিব মাহমুদ ৩টি, আদিল রশিদ ও ম্যাচসেরা মঈন ২টি করে উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নিয়ে জয়ে সাহায্য করেছেন টম কারান ও ম্যাট পার্কিনসন।