ঢাকা, শনিবার ২৫ জানুয়ারী ২০২৫, ০৬:৪৩ পূর্বাহ্ন
কুমিল্লায় একদিনে আরও ১৩ জনের মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৫৫৬ জন। আক্রান্তের হার ৩৯.১ শতাংশ।

 

জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন আরটিভি নিউজকে জানান, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ১ হাজার ৪২২ জনের নমুনা পরীক্ষায় ৫৫৬ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০ হাজার ৮১০ জনে। আক্রান্তের হার ৩৯.১ শতাংশ।

তিনি আরও জানান, নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনে ১৮৭ জন। বাকীরা বিভিন্ন উপজেলার। জেলায় এ পর্যন্ত ৬০০ জন মারা গেছেন।

x