ঢাকা, শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ন
বাউফলে প্রধানমন্ত্রীর প্রণোদনার ঋণ বিতরণ
রিয়াজ মাহমুদ, বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি

টুয়াখালীর বাউফলে বাংলাদশে পল্লী উন্নয়ন র্বোডরে (বআিরডবি) উদ্যোগে কোভডি-১৯ এ ক্ষতগ্রিস্থ পল্লী উদ্যোক্তাদরে মাঝে প্রধানমন্ত্রীর প্রণোদনার ঋণ বিতরণ করা হয়ছে।

আজ রোববার উপজলো পরষিদ মলিনায়তনে উপজলো নির্বাহী অফিসার জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থকেে এ র্কাযক্রমকে উদ্বোধন করনে।

প্রথম দাম ৭জন নারী উদ্যোক্তাকে পাঁচ লাখ, দুই লাখ, দেড় লাখ ও এক লাখ টাকা করে মোট ১২ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।
বিআরডিবি মহলিা উন্নয়ন অনুবিভাগের মাধ্যমে এ উপজলোয় মোট ৪২ জন নারী উদ্যোক্তাকে ৪৬ লাখ ৫০ হাজার টাকা প্রণোদনার ঋণ বিতরণ করা হব।

প্রণোদনা অনুষ্ঠানরে সভাপতিত্ব করেন বাউফল উপজলো পল্লী উন্নয়ন অফিসার মাহবুবা বেগম। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন দপ্তরের র্কমর্কতা, সাংবাদিক ও সুধীজনরা উপস্থতি ছিলেন।

x