ঢাকা, শনিবার ১৮ জানুয়ারী ২০২৫, ১১:২৪ অপরাহ্ন
ইমাম সমিতির উদ্যোগে করোনা থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া মাহফিল
আবু সাঈদ পলাশ,জামালপুর -
করোনাভাইরাস থেকে মুক্তি চেয়ে জামালপুর ইমাম সমিতির উদ্যোগে দেশ ও জাতির জন্য খতমখানি ও বিশেষ দোয়া করা হয়।
আজ রবিবার সকালে জামালপুর ইমাম সমিতির আয়োজনে শহরের কাচারীপাড়া জামে মসজিদে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
খতমখানি ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু।
দোয়া মোনাজাতে সৃষ্টিকর্তার দরবারে ফরিয়াদ জানায় আলেম ওলামা ও মুসুল্লিরা । দোয়া মোনাজাতে করোনা ভাইরাস থেকে দেশ ও জাতিকে বাঁচাতে আল্লাহর কাছে সাহায্য চান। এ সময় ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত হয় মসজিদ প্রাঙ্গণ।
x